
২. সার্চ বক্সে সার্চ করার পর আপনার পছন্দের বইটির নাম নিচে দেখাবে। সেখানে ক্লিক করা মাত্র বইটির বিস্তারিত সবকিছু দেখা যাবে।
৩. আপনার পছন্দের বই বা পণ্যটি কেনার জন্য এখনি অর্ডার করুন বাটনে ক্লিক করুন, একাধিক বই কিনতে চাইলে কার্টে যোগ করুন বাটনে ক্লিক করুন, ফলে পণ্যটি আপনার শপিং ব্যাগ এ জমা হয়ে যাবে।

৪. আপনার কাঙ্ক্ষিত বইগুলো শপিং ব্যাগে যুক্ত করা হয়ে গেলে “শপিং ব্যাগ” বাটনে ক্লিক করুন।

৫. “শপিং ব্যাগ” বাটনে ক্লিক করলে এই পেজ আসবে।
৬. আপনি চেকআউট বাটনে ক্লিক করুন।

৭. চেকআউট পেজে আপনার নাম, ঠিকানা, জেলা, ইমেইল, ফোন নম্বর ও নোট (যদি থাকে) দিন। পাশাপাশি আপনার অর্ডারের বইগুলো এবং তার মূল্য ডেলিভারি চার্জসহ দেখানো হবে।
৮. Place Order এ ক্লিক করলে আপনার অর্ডার সম্পূর্ণ হয়ে যাবে।

৯. কিছু সময়ের মধ্যে আমাদের প্রতিনিধি আপনাকে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করে নিবে।
১০. অর্ডার কনফার্ম, পণ্য পরিবর্তন কিংবা ক্যান্সেল করতে চাইলে আমাদের হেল্পলাইনে ফোন দিয়ে যোগাযোগ করতে হবে। হেল্পলাইন ছাড়াও আমাদের ফেইসবুক পেজে অর্ডার নাম্বারটিসহ ম্যাসেজ দিয়ে জানানো যাবে। তবে দ্রুত সার্ভিস পেতে চাইলে হেল্পলাইনে যোগাযোগ করার অনুরোধ থাকবে। আমাদের হেল্পলাইন নাম্বার: 01768864428 ।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।